নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু
নারায়ণগঞ্জ শহরের একটি বহুতল ভবনের রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত উজ্জ্বল (৪০) ওই ভবনের দারোয়ান ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আজ দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বল মারা যায়। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তার সহকর্মী মানিক (৪২) এখনও চিকিৎসাধীন।’
রোববার রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রেসিডেন্ট রোডের জিএম গার্ডেন আবাসিক ভবনের নয় তলার রান্নাঘরে এ দুর্ঘটনা ঘটে। গ্যাসের লাইন মেরামতের কাজ অসম্পূর্ণ রেখেই রান্নাঘরের দরজা জানালা বন্ধ থাকায় সেখানে গ্যাস জমে ছিল। উজ্জ্বল ও মানিক জ্বলন্ত সিগারেট নিয়ে রান্নাঘরে প্রবেশ করলে বিস্ফোরণ ঘটে।
প্রথমে তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হলেও সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়। তাদের শরীরের ৫০ ভাগ পুড়ে গেছে।
আরও পড়ুন:
Comments