কক্সবাজারে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন’ প্রায় ২২০০ গুলি উদ্ধার
কক্সবাজার শহরের বিমানবন্দর সংলগ্ন বাকঁখালী নদীর মোহনা থেকে বস্তা ভর্তি দুই হাজার ১৯০টি গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা গুলিগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন হতে পারে।
কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন ও সম্প্রসারণের কাজের জন্য বাকঁখালী নদী থেকে ড্রেজিং করে বালি দিয়ে বিমানবন্দরের মাঠ ভরাটের কাজের সময় শ্রমিকরা গতকাল রোববার দিবাগত রাতে বস্তা ভর্তি গুলিগুলো দেখতে পান।
তারা বিষয়টি তাৎক্ষণিক ঠিকাদারকে জানায়। পরে খবর পেয়ে বিমান বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হন। পরে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিগুলো উদ্ধার করে।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর উল গীয়াস দ্য ডেইলি স্টারকে বলেন, ‘উদ্ধার করা দুই হাজার ১৯০টি গুলির মধ্যে মেশিনগান, থ্রি-নট থ্রি রাইফেল ও পিস্তলের গুলি আছে। গুলিগুলো বহু বছরের পুরোনো। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ের বলে মনে হচ্ছে। গুলিগুলো পরীক্ষার জন্য পুলিশের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে। বিশেষজ্ঞদের কাছ থেকে প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।’
Comments