শফীর মৃত্যুকে ঘিরে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানাল পিবিআই
হেফাজতে ইসলামের সাবেক আমির আহমেদ শফীর মৃত্যুর বিষয়ে তার পরিবারের করা অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ সোমবার চট্টগ্রামের একটি আদালতে পিবিআই এই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।
আহমেদ শফীকে ‘হত্যা করা হয়েছে’ বলে তার শ্যালক যে অভিযোগ করেছিলেন, তার সত্যতা থাকার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পিবিআই চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) নাজমুল হাসান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। তবে, তিনি এ ছাড়া বিস্তারিত কিছু জানাননি।
আহমেদ শফীকে হত্যার অভিযোগ এনে হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মানুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে গত বছর ১৭ ডিসেম্বর মামলা করেন শফীর শ্যালক মোহাম্মদ মাঈনুদ্দিন। তখন চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দে পিবিআইকে মামলার তদন্তভার দেন।
শফির মৃত্যুকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ উল্লেখ করে তাকে মানসিক নির্যাতন ও অক্সিজেন মাস্ক খুলে দিয়ে হত্যা করা হয়েছে বলে মোহাম্মদ মাঈনুদ্দিন অভিযোগ করেছিলেন।
পিবিআই এর প্রধান বনজ কুমার মজুমদার দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, ‘৪৩ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে তার মধ্যে মামুনুল হকের নাম নেই, তবে হেফাজতে বর্তমান আমির জুনায়েদ বাবুনগরীর নাম আছে।’
আরও পড়ুন:
Comments