ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনসহ সবকিছু ঠিক করতে সময় লাগবে ৫-৬ মাস: রেলমন্ত্রী

হেফাজতের আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনসহ সবকিছু ঠিক করতে অন্তত পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।
Nurul Islam Sujon.jpg
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের আগুন সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা পরিদর্শন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ছবি: স্টার

হেফাজতের আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনসহ সবকিছু ঠিক করতে অন্তত পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

আজ সোমবার দুপুরে হেফাজতে ইসলামের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এসময় মন্ত্রী বলেন, ‘হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার মানুষের দুর্ভোগ আরও বাড়বে। স্টেশনসহ রেলওয়ের সবকিছু পুড়িয়ে দিয়েছে, সিগন্যালিং ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। তা ঠিক করতে সময়ের প্রয়োজন।’

তবে যত শিগগির সম্ভব স্টেশনটি আগের অবস্থায় ফিরিয়ে এনে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, ‘২০১৩-১৪ সালে যারা জ্বালাও-পোড়াও করেছে, সেই শক্তি এখনো সক্রিয়। এই অপশক্তি ১৩-১৪ সালেও একইভাবে ট্রাক, বাস, ট্রেন ও স্টেশনে আগুন দিয়েছে, ট্রেনের স্লিপার উপড়ে ফেলেছে। এই শক্তিকে প্রতিহত করতে জনগণের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প পথ নেই।’

মন্ত্রী আরও বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর হত্যার বিচারের জন্য আমাদের ২১ বছর অপেক্ষা করতে হয়েছে। প্রধানমন্ত্রীর ওপর হামলার মামলা ও যুদ্ধাপরাধীদের বিচার করতেও আমাদের সময় লেগেছে। এ ক্ষেত্রেও হামলাকারীদের চিহ্নিত করে অবশ্যই তাদের বিচার করা হবে।’

রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের আগুন সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা পরিদর্শন করেন।

এসময় মন্ত্রীর সঙ্গে রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াৎ-উদ-দৌলা খান, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

‘রণক্ষেত্র’ ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি

১২ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট-নোয়াখালী রেল যোগাযোগ স্বাভাবিক

গ্যাস নেই ব্রাহ্মণবাড়িয়া শহরে, দুর্ভোগ সীমাহীন

ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ, রেলস্টেশন ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় মামলা ৩, আসামি ৬৫০০

ময়নাতদন্ত ছাড়াই দাফন ব্রাহ্মণবাড়িয়ায় নিহত আশিকের

সরাইলে ফাঁড়িতে হামলা, ১৫ পুলিশ সদস্য আহত

হরতাল চিত্র

ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানা ও পুলিশ লাইনে হামলা, গুলিতে নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি অফিস, গণগ্রন্থাগার, আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে আগুন

ব্রাহ্মণবাড়িয়া: নিহত বেড়ে ৬ হেফাজতের হরতালে দোকান ও যান চলাচল বন্ধ

উচ্ছৃঙ্খলতা বন্ধ করুন, নইলে কঠোর অবস্থান নেবে সরকার: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যারিকেড: ঢাকা-চট্টগ্রাম-সিলেট-নোয়াখালী ট্রেন চলাচল বন্ধ

আবারও পোড়ানো হলো ‘সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন’

Comments

The Daily Star  | English

Further uncertainty over Rooppur plant launch

The construction work for the transmission line through the Padma and Jamuna rivers for the Rooppur nuclear power plant has come to a grinding halt with the ouster of the Awami League government as the Indian contractor has left the site.

8h ago