সুবর্ণচরে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে গৃহবধূকে পিটিয়ে আহত করার অভিযোগ
নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় আবদুর রশিদ ও তার সহযোগীদের বিরুদ্ধে। শনিবার রাত ২টার দিকে উপজেলার সাতাইশদ্রোন এলাকায় এ ঘটনা ঘটে।
আবদুর রশিদ (৫০) উপজেলার সাতাইশদ্রোন গ্রামের হাজী নুর ইসলামের ছেলে। আহত গৃহবধূ (৫৫) রোববার সন্ধ্যায় নোয়াখালীর পুলিশ সুপারের (এসপি) কাছে অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার রাতে আবদুর রশিদ ও তার সহযোগী আবদুর রহিম ও মাইন উদ্দিন ধর্ষণ চেষ্টা চালায়। ধর্ষণে ব্যর্থ হয়ে তারা লাঠি দিয়ে পিটিয়ে ওই নারীর মাথা জখম করে পালিয়ে যায়।
ঘটনার পর থেকে অভিযুক্ত আবদুর রশিদ গা ঢাকা দিয়েছেন। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ যে তারা হুমকি পাচ্ছেন।
এ ব্যাপারে চরজব্বর থানার ওসি জিয়াউল হক বলেন, আহত নারী পুলিশ সুপারের কাছে ধর্ষণ চেষ্টার অভিযোগ করেছেন। অভিযোগটি রোববার থানায় এসে পৌঁছেছে। পুলিশ অভিযোগ তদন্ত করছে। শিগগিরই অভিযোগটি নথিভুক্ত করে আসামিদের আইনের আওতায় আনা হবে। তবে কেউ হুমকি পাওয়ার অভিযোগের কথা জানাননি।
Comments