আব্দুল মতিন খসরু লাইফ সাপোর্টে
করোনাভাইরাসে আক্রান্ত সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি, সাবেক আইনমন্ত্রী ও কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল মতিন খসরুকে লাইফ সাপোর্ট দেওয়া হচ্ছে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন আব্দুল মতিন খসরুর ব্যক্তিগত সহকারী মো. মহসিন মিয়া। তিনি জানান, শারীরিক অবস্থার অবনতি হলে আজ বেলা সাড়ে ১১টার দিকে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।
গত ১৫ মার্চ আব্দুল মতিন খসরু সংসদ সচিবালয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৬ মার্চ সকালে তার রিপোর্টে পজিটিভ আসে। ওইদিনই তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।
আরও পড়ুন:
Comments