মুক্তিযোদ্ধা আব্দুস সবুর খান বীর বিক্রম মারা গেছেন
মুক্তিযোদ্ধা আব্দুস সবুর খান বীর বিক্রম মারা গেছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রাত ১০টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন আব্দুস সবুর খানের ছেলে বিপ্লব সবুর খান।
তিনি জানান, বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতার কারণে গত ৮ এপ্রিল সবুর খানকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে পরীক্ষায় তার করোনাও পজিটিভ আসে।
আব্দুস সবুর খান স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ জোহর জানাজা শেষে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ায় তার মরদেহ দাফন করা হবে বলে জানিয়েছে পরিবার।
১৯৩৪ সালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চর গোবরা গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুস সবুর খান। পরবর্তীতে তিনি টাঙ্গাইলে চলে যান।
Comments