বাউফলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
পটুয়াখালীর বাউফল উপজেলার মেহেন্দিপুর গ্রাম থেকে বাসুদেব দত্ত (২৬) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে কালিশুরীবন্দর ফাঁড়ির পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
বাবু লাল দত্তের ছেলে বাসুদেব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বরিশাল সরকারি বিএম কলেজে ইতিহাস বিভাগের মাস্টার্স শেষ পর্বের ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, বাবা বাবু লাল দত্ত সকালে গোয়ালঘর থেকে গরু নিতে গিয়ে বসতঘরের পাশে একটি গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় বাসুদেবকে ঝুলতে দেখে।
বাউফল থানার ওসির (তদন্ত) আল মামুন ডেইলি স্টারকে জানিয়েছেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
Comments