মশা মারতে ব্যাঙ
মশা নিয়ন্ত্রণে ময়মনসিংহ নগরীর ড্রেনে দুই হাজার ব্যাঙ ছেড়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন। আজ মঙ্গলবার দুপুরে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে নগরীর হরিকিশোর রায় রোড এলাকায় মাকরজানে খালে ব্যাঙ ছাড়া হয়।
সিটি মেয়র ইকরামুল হক টিটু জানান, এই ব্যাঙ পর্যায়ক্রমে নগরীর সব ড্রেন ও জলাশয়গুলোতে বংশবিস্তার করবে এবং মশার লার্ভা খেয়ে তারা মশার বিস্তার ঠেকাতে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়াও যেসব জলাধারে কিছুটা গভীরতা পাওয়া যাবে সেখানে মশার লার্ভা খেকো মাছ ছাড়া হবে।
তিনি জানান, যেসব জলাশয়ে হাঁস চাষের সুযোগ আছে সেখানে মশা নিধনে হাঁস চাষেরও ব্যবস্থা নেওয়া হবে।
এসময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, প্যানেল মেয়র আসিফ হোসেন ডন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আরিফুর রহমান, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদারসহ সিটি করোপোরেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Comments