বাংলাদেশ ব্যাংককে মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি, ব্যাংকিং কার্যক্রম চালু রাখার নির্দেশনা
কঠোর নিষেধাজ্ঞা চলাকালে ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংককে যথাযথ ব্যবস্থা নিতে বলেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক বন্ধ রাখার নির্দেশনার একদিন পরই আজ মঙ্গলবার আবার ব্যাংক চালু রাখার জন্য বলা হলো।
করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারের জারি করা কঠোর নিষেধাজ্ঞার মধ্যে আর্থিক লেনদেন কিভাবে চলবে তা নিয়ে ব্যবসায়ী এবং সাধারণ মানুষের উদ্বেগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা জারি করতে অনুরোধ জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।
গতকাল (সোমবার) ব্যাংক বন্ধের নির্দেশ জারি হলেও আজ (মঙ্গলবার) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংশোধিত নির্দেশনায় ১৪ এপ্রিল সকাল থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত কঠোর নিষেধাজ্ঞার মধ্যে ব্যাংকগুলোকে বিশেষ পরিস্থিতিতে খোলা রাখার ব্যবস্থা নিতে কেন্দ্রীয় ব্যাংককে বলা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল কঠোর বিধিনিষেধ চলাকালে আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংকিং সেবা দিতে নির্দিষ্ট শাখা ছাড়া ব্যাংকের সব শাখা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
Comments