লকডাউনে কাঁটাবন মার্কেটের পোষা প্রাণীদের কী হবে?

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কাঁটাবন মার্কেটে ৬০টি দোকানে পোষা প্রাণী রয়েছে। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া লকডাউনে জরুরি সেবা বাদে সব দোকান বন্ধের নির্দেশনা থাকায় প্রাণীগুলোর পরিচর্যা ও খাদ্য সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কাঁটাবন মার্কেটে ৬০টি দোকানে পোষা প্রাণী রয়েছে। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া লকডাউনে জরুরি সেবা বাদে সব দোকান বন্ধের নির্দেশনা থাকায় প্রাণীগুলোর পরিচর্যা ও খাদ্য সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গত বছর লকডাউনে দিনে দুই ঘণ্টা করে দুই বেলা দোকান খোলা রেখে পশু-পাখির পরিচর্যা করার অনুমতি থাকলেও কাল থেকে শুরু হতে যাওয়া লকডাউন নিয়ে অনিশ্চয়তা থাকার কথা জানিয়েছেন অ্যাকুয়া এন্ড পেটস্ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

দিনে একটি নিদিষ্ট সময়ের জন্য দোকান খোলা রাখার দাবি জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং শাহবাগ থানায় লিখিত আবেদন জমা দিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ।

জানতে চাইলে অ্যাকুয়া এন্ড পেটস্ অ্যাসোসিয়েশনের সভাপতি আতিয়ার রহমান রিপন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দিনে একটি নিদিষ্ট সময়ের জন্য দোকানগুলো খোলার অনুমতির জন্য শাহবাগ থানায় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে লিখিত আবেদন করেছি। কিন্তু এখন পর্যন্ত জবাব পাইনি।’

সাধারণ সম্পাদক বজলুর রহমান সিকদার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘প্রথম লকডাউনের মধ্যে আমরা দিনে দুইবার একটি নিদিষ্ট সময়ের জন্য দোকান খোলা রেখে পশু-পাখির পরিচর্যা করেছি। কাল থেকে লকডাউন হবে কঠোর। এতদিন প্রাণীগুলোর পরিচর্যা না করলে মারা যাবে। প্রতিদিনই এসব প্রাণীর যত্ন করতে হয়।’

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশীদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এ সংক্রান্ত একটি লিখিত আবেদন পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago