লকডাউন-রোজার কেনাকাটা থামেনি রাত ১০টায়ও

কারওয়ান বাজার। ছবি: শাহীন মোল্লা

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে আজ মঙ্গলবার। আগামীকাল থেকে রোজা শুরু। সেই সঙ্গে আগামী সাত দিন চলবে কঠোর লকডাউন। রাজধানীর কারওয়ান বাজার ও পুরান ঢাকার পাইকারি মুদি ও কাঁচামালের দোকানে আজ রাত ১০টা পর্যন্তও কমেনি ক্রেতাদের ভিড়।

কারওয়ান বাজার কাঁচাবাজার। ছবি: শাহীন মোল্লা

রাত ৮টার পর থেকে কারওয়ান বাজারে কাঁচাবাজার ও মুদি কেনাকাটা করতে ভিড় করতে থাকেন ক্রেতারা।

মুদি দোকান কুমিল্লা স্টোরের স্বত্বাধিকারী মো. গোফরান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সন্ধ্যায় চাঁদ দেখার খবর পেয়ে বাজারে ক্রেতারা আসতে থাকেন। আশেপাশের এলাকা নাখালপাড়া, তেজকুনিপাড়া, তেজগাঁও, রাজাবাজার থেকে এসেছেন অসংখ্য মানুষ।’

রাজধানীর চকবাজার এলাকার একটি ফলের দোকান। ছবি: স্টার

ক্রেতারা জানান, লকডাউন ও রোজাকে সামনে রেখে তারা কেনাকাটা করতে এসেছেন। মুদি মালামালের পাশাপাশি বিভিন্ন ধরণের ফল কিনছেন তারা। এছাড়া, ইফতারের জন্য বেসন, মুড়ি, চিনি, ছোলা, বেগুন, পেঁয়াজ কিনে রাখছেন।

Comments

The Daily Star  | English

Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

55m ago