আইপিএল থেকে ছিটকে গেলেন স্টোকস

রাজস্থান রয়্যালসের কপাল বড় মন্দই বলত হবে। ‘বিতর্কিত’ চোটের জেরে আইপিএল শুরুর আগেই ছিটকে যান জোফরা আর্চার। এরপর যার উপর ছিল সবচেয়ে বড় ভরসা সেই বেন স্টোকসও এক ম্যাচ খেলেই থামছেন।

রাজস্থান রয়্যালসের কপাল বড় মন্দই বলত হবে। ‘বিতর্কিত’ চোটের জেরে আইপিএল শুরুর আগেই ছিটকে যান জোফরা আর্চার। এরপর যার উপর ছিল সবচেয়ে বড় ভরসা সেই বেন স্টোকসও এক ম্যাচ খেলেই থামছেন। আঙুল ভেঙ্গে আইপিএল শেষ এই অলরাউন্ডারেরও।

সোমবার পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলে রাজস্থান। তুমুল লড়াইয়ের পর শেষ বলের রোমাঞ্চে ৪ রানে হারে তারা।

এই ম্যাচেরই প্রথম ভাগে ক্রিস গেইলের ক্যাচ ঝাঁপিয়ে ধরেছিলেন স্টোকস। এই ক্যাচটা নিতে গিয়েই হয়েছে সর্বনাশ। আঙুলে চোট পেয়ে বেরিয়ে যান।  যদিও পরে ব্যাট করতে নেমেছিলেন। কিন্তু সুবিধা করতে পারেননি। আউট হন ০ রানে।

ম্যাচের পর পরীক্ষায় জানা যায় স্টোকসের আঙুলের হাড়ে চিড় ধরেছে। তার আর আইপিএলের পরের ম্যাচগুলো খেলা সম্ভব না।

টুইট করে এই খবর নিশ্চিত করার পর রাজস্থান অবশ্য জানিয়েছে, ছিটকে গেলেও দলের সঙ্গেই সমর্থন যোগাতে থেকে যাবেন স্টোকস,  ‘বেন স্টোকস গত রাতের ম্যাচে আঙুল ভেঙ্গে আইপিএল থেকে ছিটকে গেছেন। তবে তিনি দলের সঙ্গেই থাকবেন, সমর্থন দিবেন।’

স্টোকস ছাড়া বিদেশিদের মধ্যে রাজস্থানে এখন খেলার মতো অবস্থায় আছেন, জস বাটলার, ক্রিস মরিস, মোস্তাফিজুর রহমান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মিলার ও অ্যান্ড্রু টাই।

Comments