করোনাভাইরাস

মৃত্যু ২৯ লাখ ৫৮ হাজার, আক্রান্ত ১৩ কোটি সাড়ে ৭২ লাখের বেশি

বিশ্বব্যাপী আবারও করোনার সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে অনেক দেশ লকডাউনসহ কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। হঠাৎ করেই আবারও সংক্রমণ বাড়ার অন্যতম কারণ বিশ্বব্যাপী করোনার কয়েকটি ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়া।
কানাডায় ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি চলছে। ১৩ এপ্রিল ২০২১। ছবি: রয়টার্স

বিশ্বব্যাপী আবারও করোনার সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে অনেক দেশ লকডাউনসহ কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। হঠাৎ করেই আবারও সংক্রমণ বাড়ার অন্যতম কারণ বিশ্বব্যাপী করোনার কয়েকটি ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়া।

বিশ্বে ইতোমধ্যে মারা গেছেন প্রায় ২৯ লাখ ৫৮ হাজার মানুষ। আক্রান্ত হয়েছেন সাড়ে ১৩ কোটি সাড়ে ৭২ লাখের বেশি মানুষ। এ ছাড়া, সুস্থ হয়েছেন সাত কোটি ৮২ লাখের বেশি মানুষ।

আজ বুধবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের সকাল সোয়া ১০টার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৭২ লাখ ৫১ হাজার ৪৩৪ জন এবং মারা গেছেন ২৯ লাখ ৫৭ হাজার ৯০২ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন সাত কোটি ৮২ লাখ আট হাজার ৭৫১ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩১২ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৬৩ হাজার ৪৪০ জন।

গত কয়েকদিনে ব্যাপক হারে সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্রাজিলকে পেছনে ফেলে আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে ভারত। ভারতে আক্রান্ত হয়েছেন এক কোটি ৩৮ লাখ ৭৩ হাজার ৮২৫ জন। মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন এক লাখ ৭২ হাজার ৮৫ জন এবং সুস্থ হয়েছেন এক কোটি ২৩ লাখ ৩৬ হাজার ৩৬ জন।

সংক্রমণের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন এক কোটি ৩৫ লাখ ৯৯ হাজার ৯৯৪ জন, মারা গেছেন তিন লাখ ৫৮ হাজার ৪২৫ জন। সুস্থ হয়েছেন এক কোটি ১৯ লাখ ৭৫ হাজার ১২১ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয়তে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দুই লাখ ১০ হাজার ২৮২ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২২ লাখ ৮৬ হাজার ৩৫২ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৭ লাখ ৬৫ হাজার ২৪৪ জন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ছয় লাখ ৯৭ হাজার ৯৮৫ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন নয় হাজার ৮৯১ জন। আর সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৮৫ হাজার ৯৬৬ জন।

Comments

The Daily Star  | English
Garment factory owners revise minimum wage upwards to Tk 12,500

Workers’ minimum wage to be reviewed

In an effort to bring normalcy back to the industries, the government will review the workers’ wage through the minimum wage board, the interim government has decided.

1h ago