১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সেনা সরাবে যুক্তরাষ্ট্র
আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র।
আজ বুধবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
গত বছর ট্রাম্প প্রশাসন তালেবানদের সঙ্গে একমত হয়েছিল যে এ বছর ১ মে’র মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। তবে বর্তমান প্রেসিডেন্ট বাইডেন জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর জানিয়েছিলেন যে, এই সময়সীমা পূরণ করা কঠিন হবে।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১১ সেপ্টেম্বর ৯/১১ সন্ত্রাসী হামলার ২০তম বার্ষিকীর আগেই সেনা প্রত্যাহার করার ঘোষণা দিতে যাচ্ছেন বাইডেন।
মার্কিন ও ন্যাটো কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, তালেবানরা সহিংসতা কমানোর প্রতিশ্রুতি দিলেও তা রক্ষায় ব্যর্থ হয়েছে।
প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, ‘তালেবানদের সতর্ক করা হয়েছে যে তারা যদি সেনা প্রত্যাহারের সময় মার্কিন সেনাদের আক্রমণ করে তবে এর কড়া জবাব দেওয়া হবে।’
ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, প্রেসিডেন্ট বাইডেন সিদ্ধান্ত নিয়েছেন যে, তড়িঘড়ি করে সেনা প্রত্যাহার করলে তা মার্কিন সেনাদের ঝুঁকিতে ফেলতে পারে। তাই এটি কার্যকর বিকল্প নয়।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কে টুইন টাওয়ার ধ্বংসের পরের মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে হামলা শুরু হয়েছিল।
Comments