মুভমেন্ট পাস ওয়েবসাইট: আজও মিনিটে সাড়ে ১৪ হাজার ভিজিটর
লকডাউনে জরুরি প্রয়োজনে বাইরে বের হতে বাংলাদেশ পুলিশ ‘মুভমেন্ট পাস’ চালু করেছে। আজ বুধবারও প্রতি মিনিটে ১৪ হাজার ৫৫৭ জন মুভমেন্ট পাসের ওয়েবসাইটটি ভিজিট করছেন।
আজ পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারহান কবির দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল সকাল ১১টা থেকে আজ বেলা সাড়ে ১২টা ৫০ মিনিট পর্যন্ত মুভমেন্ট পাসের ওয়েবসাইট ভিজিট করেছেন দুই কোটি ৭৮ লাখ ৭৯ হাজার ৪৯৫ জন। প্রতি মিনিটে ১৪ হাজার ৫৫৭ জন ওয়েবসাইটটিতে ভিজিট করছেন। এই সময়ে রেজিস্ট্রেশন করেছেন দুই লাখ ২২ হাজার ২২৯ জন, কিন্তু তাদের সবাই পাসের জন্যে আবেদন করেননি। এখন পর্যন্ত এক লাখ ৩২ হাজার ৮৭৯টি পাস ইস্যু করা হয়েছে।
তিনি আরও জানান, গতকাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশ থেকে মুভমেন্ট পাসের (movementpass.police.gov.bd) ওয়েবসাইটটি গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে।
এএসপি ফারহান কবির বলেন, ‘অনেক মানুষ ওয়েবসাইটটি ভিজিট করায় সেটি অনেকটা ধীর হয়ে গেছে। এর জন্যে ব্যাকআপ সার্ভারের কাজ চলছে। আজ সন্ধ্যার মধ্যে তা ঠিক হয়ে যাবে।’
আরও পড়ুন:
Comments