করোনার একেকরকম রিপোর্ট নিয়ে বিপাকে নরকিয়া
পাকিস্তানের বিপক্ষে সিরিজ অসমাপ্ত রেখেই আইপিএল খেলতে ভারতে ছুটে এসেছিলেন প্রোটিয়া পেসার আনরিক নরকিয়া। আসার পর কোভিড-১৯ পরীক্ষার একেকরকম ফল নিয়ে বেশ বিপাকে আছেন তিনি।
দিল্লি ক্যাপিটালসের পেসার কোয়ারেন্টিনে যাওয়ার আগের পরীক্ষায় প্রত্যাশিত কোভিড-১৯ নেগেটিভ ফল পান। কিন্তু এরপর তার আরও দুই দফা পরীক্ষায় পজিটিভ, নেগেটিভ দুই ধরনের ফল এসেছে।
কোন উপসর্গ না থাকলেও এই ধরনের পরিস্থিতিতে এখনো মাঠে নামার ছাড়পত্র মেলেনি তার। তবে তারসঙ্গেই দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসা কাগিসো রাবাদার এমন কোন সংকট নেই। এর আগে এই দলের বাঁহাতি স্পিনার আক্সার প্যাটেল করোনা আক্রান্ত হন। ফলে কিছুটা বিপত্তিতেই আছে তারা।
ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আসলেও কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিত করে চলছে আইপিএলও। তবে তারপরও পাওয়া গেছে একাধিক ক্রিকেটারের আক্রান্তের খবর। মুম্বাই ইন্ডিয়ান্সের উইকেট কিপিং পরামর্শ কিরন মুরে কোভিড-পজিটিভ হয়ে আইসোলেশনে আছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ড্যানিয়াল স্যামস ও দেবদূত প্যাডিকালও কোভিড-১৯ পজিটিভ হন। পাডিকাল পরে নেগেটিভ রিপোর্ট নিয়ে দলে যোগ দিয়েছেন। তবে দলে যোগ দেওয়ার আগে নির্দিষ্ট কোয়ারেন্টি নিয়ম তার ক্ষেত্রে পালন করা হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে বাকি ফ্রেঞ্চাইজিগুলো।
Comments