বরিশালের প্রধান বাজারগুলোতে ভিড়, সড়কে চলছে রিকশা
সারাদেশের মতো বরিশালেও লকডাউন চলছে, তবে সকাল থেকে কম সংখ্যক হলেও রিকশা, ভ্যান রাস্তায় দেখা গেছে। সিটি কর্পোরেশনের অধীন বাজারগুলোতে ছিল জনসমাগম।
নগরীর পাইকারি পণ্য কেনাবেচার আড়ত পোর্ট রোডে পণ্যবাহী ট্রাক চলাচল ও দোকানপাট খুলতে দেখা গেছে। এখানে বেশিরভাগ ফল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের কেনাবেচা চলছে। কিছু মাছের আড়ত, বিশেষ করে ইলিশ মাছের আড়তগুলো কেনাবেচা করেছে। তবে সম্পূর্ণ বন্ধ ছিল প্রধান প্রধান বিপণি বিতানগুলো।
বরিশাল ফল ব্যবসায়ী সমিতির সভাপতি কার্তিক দত্ত জানান, ফল পচনশীল দ্রব্য। এ ছাড়া, এটি করোনার ইমিউনিটি বাড়াতে পথ্য হিসেবে কাজ করছে। এই কারণেই তারা ফলের আড়ত খুলে রেখেছেন।
নগরীর বাজার রোপ, চৌমাথা ও নতুনবাজার এলাকার প্রধান বাজারগুলোতে কেনাবেচা করতে দেখা গেছে। অধিকাংশ বাজারের সমানে ফুটপাতেও ব্যবসা চলছে। অধিকাংশ অফিস আদালত বন্ধ থাকায় প্রধান সড়কে উপস্থিতি ছিল কম। পয়লা বৈশাখ উপলক্ষে চারুকলা বরিশাল তাদের সদর রোড কার্যালয়ে অনলাইনের মাধ্যমে মঙ্গল শোভাযাত্রার প্রতীকী অনুষ্ঠানসূচি পালন করেছে। দূরপাল্লার সব যানবাহন, থ্রি হুইলার বন্ধ ছিল।
টিসিবির উদ্যোগে রমজানের জন্য গুরুত্বপূর্ণ পয়েন্টে খাদ্যশস্য বিক্রি করতে দেখা গেছে। লকডাউন থাকায় অনেকেই গ্রামে চলে যেতে চাইলেও যানবাহনের অভাবে সড়কগুলোতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সড়কের প্রধান প্রধান পয়েন্টে পুলিশ মোতায়েন ছিল। ঘর থেকে বের হয়ে আসা মানুষদের জেরা করতে দেখা গেছে তাদের। অনেকেই মুভমেন্ট পাসের জন্য চেষ্টা করেছেন।
Comments