সেমি-ফাইনালে প্রতিপক্ষ হিসেবে রিয়ালকে চান চেলসি কোচ
রাতেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ম্যাচে মুখোমুখি হচ্ছে ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুল ও স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এ দুই চ্যাম্পিয়নদের মধ্যকার লড়াইয়ে বিজয়ী দলের সঙ্গে সেমি-ফাইনালে দেখা হবে চেলসির। স্বাভাবিকভাবেই এ ম্যাচটি নজরে থাকবে চেলসি কোচ টমাস টুখেলের। তবে এ ম্যাচের বিজয়ী হিসেবে স্প্যানিশ চ্যাম্পিয়নদের দেখতে চান এ ফরাসি কোচ।
আগের দিন পোর্তোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ০-১ গোলে হেরেছে চেলসি। তবে প্রথম লেগে পাওয়া ২-০ গোলের জয়ে শেষ পর্যন্ত সেমিতে জায়গা করে নেয় ইনিংস দলটিই। এবার তারা অপেক্ষায় শেষ চারের প্রতিপক্ষ কারা হয় তা দেখার।
তবে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল রিয়ালের মুখোমুখি হতে চান চেলসি কোচ, 'সাধারণভাবে চ্যাম্পিয়ন্স লিগে আমি একই লিগের দলগুলোর বিপক্ষে না খেলতে পছন্দ করি। এটা ইউরোপীয় প্রতিযোগিতার অনুভূতি আরও বাড়িয়ে দেয়। এই একটা কারণেই। ম্যাচটি এখনও অনেক দূরে তবে আমি অবশ্যই এটি দেখব।'
টুখেল চাইলেও তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে রিয়াল মাদ্রিদই এগিয়ে। প্রথম লেগের ম্যাচে ঘরের মাঠে তারা ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে লিভারপুলকে। তবে ঘরের মাঠে লিভারপুল কতোটা শক্তিশালী তা ভালো করেই জানেন টুখেল। তাই যে কোনো দলই তাদের প্রতিপক্ষ হতে পারেন বলে মনে করেন তিনি, 'যে কোনো কিছুই সম্ভব। ঘরের মাঠে লিভারপুল খুবই শক্তিশালী একটি দল। সুতরাং আমরা যা পাই তা গ্রহণ করি। এটাই আমাদের জন্য একটি ভালো।'
আর শেষ পর্যন্ত যে প্রতিপক্ষই আসুক না কেন ফাইনালে ওঠার জন্য সেরাটা দিয়েই খেলবেন বলে জানান এ ফরাসি কোচ, 'সেমিফাইনালে যাওয়া একটি বড় অর্জন। এই সেমিফাইনাল হতে একটি বড় পদক্ষেপ। আমরা সেখানে থাকতে অভ্যস্ত নই তবে একবার আপনি যখন সেখানে যাবেন তখন অবশ্যই আপনি ফাইনালের জন্য খেলবেন।'
উল্লেখ্য, ২০১২ সালের পর এবারই প্রথম সেমি-ফাইনালে জায়গা করে নিতে পেরেছে চেলসি। আর সেবার শিরোপা উঁচিয়ে ধরেছিল দলটি। সে ধারায় এবারও এমন কিছুই চাইছে ব্লুজরা।
Comments