রাউজানে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধ, কাউন্সিলরের গুলিতে একজন আহতের অভিযোগ
চট্টগ্রামের রাউজান উপজেলায় মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে স্থানীয় কাউন্সিলরের গুলিতে এক ব্যক্তির আহত হওয়ার অভিযোগ উঠেছে।
আজ বুধবার দুপুর আড়াইটার দিকে রাউজানের গোহিরা ইউনিয়নের আবুদারে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত কাউন্সিলর আলমগীর আলী রাউজান পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
এ ঘটনায় আহত শাহবুদ্দিন খান (৪৯) একই গ্রামের মৃত মজিবুল হকের ছেলে।
শাহবুদ্দিন খানের ছোট ভাই আবদুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে।
তিনি বলেন, ‘বিরোধীপক্ষ তাদের পূর্বপুরুষ শেখ ইব্রাহিমের নামে মসজিদের নামকরণ করেছে। আজ যখন বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, তখন কাউন্সিলর ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমার ভাইকে লক্ষ করে গুলি চালায়।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (সিএমসিএইচ) পুলিশ ফাঁড়ির নায়েক শিলাব্রতো দাস ডেইলি স্টারকে জানান, বিকেল চারটার দিকে আহত শাহবুদ্দিন খানকে সিএমসিএইচে ভর্তি করা হয়। তার বাম পায়ে গুলি লেগেছে এবং নাইন এমএম পিস্তলে গুলিবিদ্ধ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত কাউন্সিলর আলমগীর আলীর মোবাইলে যোগাযোগ করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।
(রাঙ্গুনিয়া-রাউজান) সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম আনোয়ার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা ঘটনাটি জানতে পেরেছি। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’
Comments