সৌদি আরামকোতে হামলার দাবি হুতিদের
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী সৌদি আরবের দক্ষিণে জাজান শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে।
আজ বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হুতিদের দাবি অনুযায়ী জাজানের লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর সেখানে রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনায় আগুন ধরে যায়।
হুতি সেনাবাহিনীর এক মুখপাত্র আগুন লাগার দাবি করলেও সৌদি সরকারের পক্ষ থেকে তা নিশ্চিত হওয়া যায়নি।
এমনকি, ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্যাট্রিয়ট স্থাপনায় আঘাত হানার বিষয়ে হুতিদের দাবি সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি।
হুতিদের বিরুদ্ধে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, গতরাতে তারা জাজানে হুতিদের চারটি ড্রোন ও পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।
সেগুলোর ধ্বংসাবশেষ ভোরে জাজান বিশ্ববিদ্যালয়ের মাঠে এসে পড়লে সেখানে আগুন লাগার ঘটনা ঘটে। তবে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে।
Comments