করোনা আক্রান্ত এমপি ফজলে হোসেন বাদশাকে ঢাকায় স্থানান্তর
করোনায় আক্রান্ত রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এর আগে করোনা শনাক্ত হওয়ার পর থেকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ঢাকার স্থানান্তরের বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।
তিনি জানান, আজ বৃহস্পতিবার দুপুরে ১৪ সদস্যের মেডিকেল বোর্ডের বৈঠকের পর তাকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রেফার করা হয়েছে।
১৪ সদস্যের ওই মেডিকেল বোর্ড ও রামেক হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. খলিলুর রহমান ডেইলি স্টারকে বলেন, ‘ফজলে হোসেন বাদশার শারীরিক অবস্থা ভালো আছে। যেহেতু তার উন্নত চিকিৎসার সুযোগ রয়েছে, তাই তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’
‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যবস্থাপনায় বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নেওয়া হয়েছে। ঢাকার বিএসএমএমইউতে তার চিকিৎসা চলবে’, যোগ করেন এই চিকিৎসক।
আরও পড়ুন:
Comments