আজ মৃত্যু ৯৪ শনাক্তের হার ২১ শতাংশ
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৪ জন। গতকাল এখন পর্যন্ত সর্বোচ্চ ৯৬ জনের মৃত্যু হয়েছিল। মোট মারা গেছেন ১০ হাজার ৮১ জন।
একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও চার হাজার ১৯২ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন সাত লাখ সাত হাজার ৩৬২ জন।
আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৯ হাজার ৯৫৯টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও চার হাজার ১৯২ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ শতাংশ।
আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯৪ জনের মধ্যে ৬৪ জন পুরুষ ও ৩০ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে তিন জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ১৪ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ২৫ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ৫২ জন।
২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৯১৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৯৭ হাজার ২১৪ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৫১ লাখ ১৫ হাজার ৫৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৩ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৪৩ শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, সরকারি-বেসরকারি হাসপাতাল মিলিয়ে সারাদেশে মোট আইসিইউ শয্যার সংখ্যা ৮২৫। এর মধ্যে বর্তমানে ফাঁকা রয়েছে ১৭৩টি। গতকাল পর্যন্ত সারাদেশে ৫৬ লাখ ৭৬ হাজার ৩১৩ জনকে করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে। আর সাত লাখ ৩৩ হাজার ১৭৫ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
একদিনে ৯৬ জন মারা যাওয়ার রেকর্ড
২৪ ঘণ্টায় মৃত্যু ৬৯, শনাক্ত ৬০২৮
সব রেকর্ড ভেঙে আজ মৃত্যু ৮৩, শনাক্ত ৭২০১
আজ মারা গেলেন আরও ৭৮ জন, শনাক্ত ৫৮১৯
আজ ৭৭ জন, মৃত্যুর সংখ্যা বাড়ছেই
আজ মৃত্যু সর্বোচ্চ ৭৪ শনাক্ত ৬৮৫৪
রেকর্ড ভেঙে নতুন রেকর্ড: আজ শনাক্ত ৭৬২৬ মৃত্যু ৬৩
আজ রেকর্ড শনাক্ত ৭২১৩, মৃত্যুও সর্বোচ্চ ৬৬
আজও শনাক্ত ৭ হাজারের বেশি, মৃত্যু ৫২
একদিনে শনাক্ত ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৫৩
আজ শনাক্তের হার ২৩.১৫ শতাংশ মৃত্যু ৫৮
আজও সর্বোচ্চ শনাক্ত ৬৮৩০ মৃত্যু ৫০
আজও রেকর্ড শনাক্ত ৬৪৬৯, মৃত্যু ৫৯
একদিনে দেশে রেকর্ড শনাক্ত ৫৩৫৮ মৃত্যু ৫২
আজও শনাক্ত ৫ হাজারের বেশি, মৃত্যু ৪৫
একদিনে দেশে সর্বোচ্চ শনাক্ত ৫১৮১ মৃত্যু ৪৫
একদিনে শনাক্তের হার ১৭.৬৫ গতকালের চেয়ে ২.৭৫ শতাংশ বেশি, মৃত্যু ৩৫
সাড়ে তিন মাসের মধ্যে আজ সর্বোচ্চ মৃত্যু ৩৯ শনাক্তের হার ১৪.৯০
আজ টানা চতুর্থ দিন শনাক্ত সাড়ে ৩ হাজারের বেশি, মৃত্যু ৩৩
তিন মাসের মধ্যে আজ সর্বোচ্চ মৃত্যু ৩৪ শনাক্তের হার ১৩.২৬
প্রায় ৯ মাসের মধ্যে আজ সর্বোচ্চ শনাক্ত ৩৫৬৭, মৃত্যু ২৫
Comments