শ্রীলঙ্কায় কোয়ারেন্টিন শেষ, বাংলাদেশ দলের অনুশীলন শুরু
শ্রীলঙ্কায় হোটেলকক্ষ তিনদিনের কঠোর কোয়ারেন্টিন শেষ হয়েছে বাংলাদেশের। বৃহস্পতিবার থেকে ক্রিকেটাররা শুরু করেছেন মাঠের অনুশীলন। প্রথম দিনের অনুশীলন শেষে ব্যাটসম্যান সাইফ হাসান জানান, সব মিলিয়ে খুব ভাল অবস্থায় আছেন তারা।
নিয়ম অনুযায়ী শ্রীলঙ্কায় গিয়েই কোভিড-১৯ পরীক্ষার নমুনা দিয়ে নেগাম্বোতে কোয়ারেন্টিনে প্রবেশ করেন ক্রিকেটাররা।
আরেক দফা পরীক্ষায় নেগেটিভ আসার পর মিলেছে আরও দুদিন কোয়ারেন্টিনে থেকে অনুশীলনের সুযোগ। নেগেম্বোর কাছেই কাতুনায়েকের মাঠে বৃহস্পতিবার চলে বাংলাদেশ দলের অনুশীলন।
আরও দুদিন অনুশীলনের পর শনিবার থেকে এখানে নিজেরা ভাগ হয়ে দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। সাইফ জানান নিজেদের মধ্যে খেলা হলেও প্রস্তুতির জন্য ম্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ, ‘আমাদের সামনে যে অনুশীলন ম্যাচটা আছে এটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ এটাই আমাদের সুযোগ এখানের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়া আর উইকেট কীরকম হতে পারে, এ ম্যাচটা খেলে আমাদের বুঝতে হবে। কাজেই এই ম্যাচ তারপর প্রত্যেকটা অনুশীলন পর্ব আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যতটুকু নেওয়া যায়, ততই আমাদের জন্য ভালো।’
‘ব্যাটসম্যানরা যারাই সুযোগ পাবে, যারাই থিতু হবে এখানে ইনিংস বড় করতে হবে। তাহলে একটা স্কোর যদি পাই, ইনশাআল্লাহ্ দলের জন্যই ভালো হবে।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কোয়াডে থেকেও একাদশে ঠাঁই হয়নি সাইফের। তবে এরপর আয়ারল্যান্ড-এ দলের বিপক্ষে বাংলাদেশ-এ দলের হয়ে রান পেয়েছিলেন তিনি। পরে জাতীয় লিগে ফিরেও সাইফ ধরে রেখেছেন ছন্দ।
শ্রীলঙ্কার সঙ্গে সাইফের একটা নিবিড় সম্পর্কও আছে। তার মায়ের বাড়ি সেদেশের। মামা বাড়ির দেশের বিপক্ষে ভাল করতে প্রস্তুতির জায়গা থেকে তাই নিজেকে তিনি দেখছেন সেরা অবস্থায়, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময়ও খুব ভালো প্রস্তুতি চলছিল আমাদের। আমরা যারা বাইরে ছিলাম, খুব ভালো অনুশীলন চলছিল। তারপর আমরা আয়ারল্যান্ড-এ এর বিপক্ষে যখন খেলেছি, ওখানেও একটা ভালো সিরিজ হয়েছে। তারপর এখানে আসার আগে জাতীয় খুব ভালো একটা প্রস্তুতি ছিল আমাদের। সব মিলিয়ে ভালো প্রস্তুতি হয়েছে। আশাকরি পারফরম্যান্সগুলা এখানে কাজে লাগবে।’
২১ এপ্রিল পালেকেল্লেতে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। একই ভেন্যুতে ২৯ এপ্রিল থেকে দ্বিতীয় টেস্টে নামবে দুদল।
Comments