১৫ বছর পর ‘কোটি টাকার কাবিন’ ও ‘চাচ্চু’ সিনেমার সিক্যুয়াল
২০০৬ সালে মুক্তি পাওয়া সুপারহিট দুই সিনেমা ‘কোটি টাকার কাবিন’ ও ‘চাচ্চু’র সিক্যুয়াল করবেন প্রযোজক ডিপজল।
এফ আই মানিক পরিচালিত এই সিনেমা দুটি তখন দর্শকনন্দিত হয়েছিল। সিনেমা দুটি মুক্তির ১৫ বছর পর সিক্যুয়াল নির্মিত হতে যাচ্ছে।
আজ বৃহস্পতিবার অমি-বনি কথাচিত্রের কর্ণধার মনোয়ার হোসেন ডিপজল দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সিনেমার দুঃসময়ে এই সিনেমা দুটি চলচ্চিত্রের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তাই এই দুটি সিনেমার সিক্যুয়াল নির্মাণের পরিকল্পনা করেছি। অভিনয় করবেন নতুন নায়ক-নায়িকা এবং পরিচালনাতেও আসবে পরিবর্তন। লকডাউন শেষ হলেই আমরা শুটিং শুরু করব। তখন বিস্তারিত জানাব।’
‘কোটি টাকার কাবিন’ ও ‘চাচ্চু’ সিনেমাতে শাকিব খান ও অপু বিশ্বাস জুটি হয়ে অভিনয় করেছিলেন। ‘চাচ্চু’ সিনেমাতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন দীঘি।
Comments