লকডাউন অমান্য, খুলনায় ৫৩ জনকে জরিমানা

Khulna Map
স্টার অনলাইন গ্রাফিক্স

খুলনায় চলমান লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ৫৩ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ আলী ভ্রাম্যমাণ আদালত তত্ত্বাবধান করেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, আজ বৃহস্পতিবার খুলনা মহানগরে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিকেল চারটা পর্যন্ত মোট ২১ জনকে ১১ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নয় উপজেলায় মোট ৩২ জনকে ছয় হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।

এ সময় সাধারণ মানুষকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয় এবং স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে প্রচারণা চালানো হয়।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইউসুফ আলী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জেলা ও উপজেলাগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। খুলনা নগরীতে আটটি দল কাজ করছে এবং নয়টি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তারা ও সহকারী কমিশনারদের (ভূমি) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে।’

এসব অভিযান সন্ধ্যা পর্যন্ত চলবে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

এদিকে, আজ সকাল থেকেই মহানগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, ময়লাপোতা মোড়, শিববাড়ি, ডাকবাংলা রোড, ক্লে রোড, আবু নাছের হসপিটাল মোড়সহ বিভিন্ন জায়গায় সরেজমিনে গিয়ে দেখা যায়- যানবাহন চলাচলে একেবারেই নেই, সামান্য কিছু রিকশা ও ইজিবাইক চলছে। দোকানপাট প্রায় সব বন্ধ। রাস্তাঘাট একেবারেই ফাঁকা। অপ্রয়োজনীয় ঘোরাফেরা করায় আইনশৃঙ্খলা বাহিনী অনেককে বাসায় ফিরে যেতে বাধ্য করছে।

আরও পড়ুন:

সর্বশেষ সিদ্ধান্ত, লকডাউনে ব্যাংক খোলা ১০টা থেকে ১২.৩০ পর্যন্ত

লকডাউনে কাঁটাবন মার্কেটের পোষা প্রাণীদের কী হবে?

লকডাউনে কাউকে রাস্তাঘাটে দেখতে চাই না: আইজিপি

১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত

১৪-২১ এপ্রিল: নতুন বিধি-নিষেধে যেভাবে চলার নির্দেশনা

১৪ এপ্রিল থেকে ৭ দিনের কঠোর লকডাউন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনের চিন্তা: সেতুমন্ত্রী

চট্টগ্রামে গলিতে গলিতে মানুষের ভিড়, সড়ক ফাঁকা

চট্টগ্রামে এক পোস্টে এক ঘণ্টায় ১৩ মামলা

লকডাউনে কড়াকড়ি, যাত্রী নেই শিমুলিয়াঘাটে

 

Comments

The Daily Star  | English

Dengue cases see sharp rise in early July

Over 1,160 hospitalised in first 3 days, total cases cross 11,000

13h ago