কুমিল্লায় পারিবারিক কবরস্থানে শায়িত আবদুল মতিন খসরু
প্রবীণ রাজনীতিবিদ, সাবেক আইনমন্ত্রী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন খসরুকে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আবদুল মতিন খসরুর ছোট ভাই ও কুমিল্লা বার সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুল মোমিন ফেরদৌস দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে আবদুল মতিন খসরুকে তাদের পারবারিক কবরস্থানে তার বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়।
এর আগে, দুপুর সোয়া ২টায় বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে তার তৃতীয় জানাজা, বিকাল ৪টা ভগবান সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে চতুর্থ জানানা ও ৫টায় মিরপুরে তার গ্রামে পঞ্চম জানাজা অনুষ্ঠিত হয়।
কুমিল্লার জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ এবং জেলা পর্যায়ের বিভিন্ন রাজনীতিবিদরা জানাজায় অংশ নেন।
আরও পড়ুন-
অ্যাডভোকেট আবদুল মতিন খসরু মারা গেছেন
Comments