কুম্ভমেলায় ৫ দিনে ১৭০১ জনের করোনা শনাক্ত

ছবি: রয়টার্স

ভারতের হরিদ্বারে কুম্ভমেলায় গত পাঁচ দিনে ১ হাজার ৭০১ জনের করোনা শনাক্ত হয়েছে।

হরিদ্বার কুম্ভ মেলায় প্রতি দিন কয়েক লাখ মানুষ অংশ নিচ্ছেন। একই সময়ে ভারতে করোনা আক্রান্তের রেকর্ডও প্রতিদিন ভাঙছে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে, দেশটিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে।

আজ বৃহস্পতিবার, ভারতে ২ লাখ ৭৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে একদিনে এটাই শনাক্তের সর্বোচ্চ রেকর্ড।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের বরাতে ইন্ডিয়া টুডে জানায়, গত ১০ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কুম্ভ মেলায় ১ হাজার ৭০১ জনের করোনা শনাক্ত। এর মধ্যে বিভিন্ন আখড়ার (তপস্বী দল) সদস্য ও সাধারণ দর্শনার্থীরাও আছেন।

হরিদ্বারের চিফ মেডিকেল অফিসার শম্ভু কুমার ঝা জানান, আরটি-পিসিআর পদ্ধতিতে আরও পরীক্ষা করা হচ্ছে, সেগুলোর রিপোর্ট শিগগিরই পাওয়া যাবে। অনুমান করা হচ্ছে, কুম্ভ মেলায় দৈনিক আক্রান্তের সংখ্যা দুই হাজারে পৌঁছাতে পারে।

ইন্ডিয়া টুডে জানায়, হরিদ্বার, তেহরি, দেরাদুন জেলার ৬৭০ হেক্টরের বেশি এলাকাজুড়ে কুম্ভ মেলা চলছে। ১২ ও ১৪ এপ্রিল কুম্ভমেলায় গঙ্গাস্নানে ৪৮ লাখ ৫১ হাজার মানুষ অংশ নিয়েছেন। এ সময় করোনা স্বাস্থ্যবিধি যেমন: মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মানা হয়নি।

শম্ভু কুমার ঝা জানান, আগামী দিনগুলোতে কুম্ভ মেলায় করোনা পরীক্ষা ও টিকা কর্মসূচি জোরদার করা হতে পারে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই মেলা চলবে।

Comments

The Daily Star  | English

Israel stands down alert after Iran missile launch

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

22h ago