অভিবাসীদের জন্য সৌদি, ওমান, কাতার, আমিরাত ও সিঙ্গাপুরে ১০০ বিশেষ ফ্লাইট

বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে পৌঁছানোর সুবিধার্থে আগামী ১৭ এপ্রিল শনিবার থেকে পাঁচটি দেশে প্রায় ১০০টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে পৌঁছানোর সুবিধার্থে আগামী ১৭ এপ্রিল শনিবার থেকে পাঁচটি দেশে প্রায় ১০০টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। 

এসব ফ্লাইটে এক সপ্তাহের মধ্যে সৌদি আরব, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরে পাঠানো হবে অভিবাসীদের।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মাফিদুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

এর আগে, বেবিচক সরকারের নির্দেশনা অনুযায়ী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট স্থগিত করে।

নিষেধাজ্ঞার কারণে প্রায় ২০ থেকে ২৫ হাজার বাংলাদেশি কর্মী তাদের কর্মস্থলে যাওয়ার বিষয়ে অনিশ্চয়তায় পড়েন।

আরও পড়ুন:

লকডাউনে সৌদি আরব, ইউএই, ওমান, কাতার ও সিঙ্গাপুরগামীদের জন্যে বিশেষ ফ্লাইট

লকডাউনে বিদেশগামী কর্মীদের ফ্লাইট চালু রাখার দাবি বায়রা-আটাবের

১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত

১৪-২১ এপ্রিল: নতুন বিধি-নিষেধে যেভাবে চলার নির্দেশনা

১৪ এপ্রিল থেকে বন্ধ হতে পারে আন্তর্জাতিক ফ্লাইট

১৪ এপ্রিল থেকে ৭ দিনের কঠোর লকডাউন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনের চিন্তা: সেতুমন্ত্রী

Comments

The Daily Star  | English
bd govt logo

25 districts including Dhaka get new DCs

Deputy commissioners were withdrawn from these districts on August 20

44m ago