বনানী কবরস্থানে সমাহিত হবেন কবরী
বরেণ্য অভিনেত্রী কবরীর মরদেহ সমাহিত হবে রাজধানীর বনানী কবরস্থানে।
করোনা মহামারির কারণে শেষ শ্রদ্ধা দেখাতে তার মরদেহ শহীদ মিনার বা এফডিসি’র কোথাও নেওয়া হচ্ছে না।
আজ শনিবার বাদ জোহর কবরীর জানাজা ও বনানী কবরস্থানে দাফন সম্পন্ন হবে। তার আগে মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় উদ্যোগে গার্ড অব অনার দেওয়া হবে তাকে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে কবরীর ছেলে শাকের চিশতী বলেন, ‘বর্তমান করোনা মহামারির কারণে আমরা আম্মাকে কোথাও নিতে পারছি না। ১২টার পরে আধাঘণ্টার জন্য বাসায় নেওয়া হবে। সেখান থেকে জানাজার জন্য নেওয়া হবে বনানী কবরস্থানে। এরপর গার্ড অব অনার শেষে বাদ জোহর সেখানেই দাফন করা হবে।’
বরেণ্য অভিনেত্রী সারাহ কবরী করোনায় আক্রান্ত হয়ে আজ ভোররাত ১২টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আরও পড়ুন:
Comments