ককটেল হামলা কাদের মির্জার সাজানো নাটক: উপজেলা আ. লীগ

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বাড়ির মূল ফটকে ককটেল হামলার ঘটনা তারই সাজানো নাটক বলে মন্তব্য করেছে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
Company_AL_17Apr21.jpg
নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বক্তব্যের প্রতিবাদে আজ শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। ছবি: স্টার

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বাড়ির মূল ফটকে ককটেল হামলার ঘটনা তারই সাজানো নাটক বলে মন্তব্য করেছে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

আজ শনিবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতারা এ মন্তব্য করেন। তারা বলেন, ‘প্রতিপক্ষের লোকজনকে ঘায়েল করতে এ বোমা হামলার নাটক সাজানো হয়েছে।’

উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রশীদ মঞ্জুর বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নূরনবী চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল।

আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য সেতুমন্ত্রীর ভাগিনা মাহবুবুর রশীদ মঞ্জু, আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম রাহাত, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহেদুল হক কচিসহ অনেকে।

সংবাদ সম্মেলন থেকে তারা কাদের মির্জার গ্রেপ্তার দাবি করেন। খিজির হায়াত খান বলেন, ‘গতকাল বিকেলে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ফেসবুক লাইভে এসে আমাদের প্রাণপ্রিয় নেতা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে কোম্পানীগঞ্জ আসতে দেবে না বলে হুমকি প্রদান করেছে। এর প্রতিবাদে আমরা সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। তার এই ধৃষ্টতা ও উদ্ধত্যপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমরা ঐক্যবদ্ধ কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ঘোষণা করছি যে, আমাদের নেতা কোম্পানীগঞ্জে যে কোনো সময় আসতে পারবেন।’



তিনি আরও বলেন, ‘আমরা সার্বক্ষণিক তার সঙ্গে আছি এবং থাকবো। যে কোনো সন্ত্রাসী ও বিরোধীদলের মদদপুষ্ট ব্যক্তির হুমকি মোকাবিলা করতে আমরা প্রস্তুত আছি। অবিলম্বে কাদের মির্জাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

মিজানুর রহমান বাদল অভিযোগ করেন, পুলিশি বাধায় তাদের সংবাদ সম্মেলন পণ্ড হয়ে গেছে। এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পুলিশ তাদের সংবাদ সম্মেলন পণ্ড করেনি, তারা তাদের কাজ সেরে চলে গেছেন। করোনার কারণে চলমান লকডাউনে লোকসমাগম নিষিদ্ধ। স্থানীয় প্রশাসনের অনুমতি না নিয়ে এ ধরনের সংবাদ সম্মেলনের আয়োজন করা ঠিক হয়নি।’

উপজেলা আওয়ামী লীগের অভিযোগের বিষয়ে কাদের মির্জার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যক্তিগত সহকারী ফোন রিসিভ করে বলেন, মেয়র এ বিষয়ে পরে কথা বলবেন।

আজ ভোররাতে এক দল দুর্বৃত্ত আবদুল কাদের র্মিজার বাড়ির মূল ফটকে ককটেল হামলা চালায়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ হাসান ইমাম রাসেল নামে একজনকে আটক করেছে।

Comments

The Daily Star  | English
Road crash deaths during Eid rush 21.1% lower than last year

475 killed in road accidents in November: Jatri Kalyan Samity

As many as 475 people died and 605 others were injured in 566 road accidents across the country in November this year, said a report of Bangladesh Jatri Kalyan Samity

39m ago