‘যেতে পারব তো’ শঙ্কা কাটছে না সৌদিপ্রবাসীদের

আগামীকাল রোববার থেকে সৌদি এয়ারলাইনসের ফ্লাইট চালুর ঘোষণা এলেও নির্ধারিত সময়ে যাওয়া নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন সৌদি আরবগামী প্রবাসীরা।
Saudi-1.jpg
ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরের দুই সৌদিপ্রবাসী। ছবি: স্টার

আগামীকাল রোববার থেকে সৌদি এয়ারলাইনসের ফ্লাইট চালুর ঘোষণা এলেও নির্ধারিত সময়ে যাওয়া নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন সৌদি আরবগামী প্রবাসীরা।

এর আগে, ফ্লাইট বাতিলের প্রতিবাদে আজ শনিবার ভোর থেকে রাজধানীর কারওয়ার বাজারে সৌদি এয়ারলাইনসের সামনে জড়ো হতে থাকেন প্রবাসীরা। বেলা ১২টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

সেসময় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে আসা সৌদিপ্রবাসী সৌরভ দুপুরে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘১৯ এপ্রিল দিবাগত রাত ১২টায় সৌদি এয়ারলাইনসের ঢাকা টু জেদ্দা আমার ফ্লাইট। ২৪ এপ্রিল আমার ভিসার মেয়াদ শেষ। ১৯ এপ্রিলের মধ্যে না যেতে পারলে সেখানকার কফিল আমার ভিসা নবায়ন করবে না বা রি-এন্ট্রি করবে না।’

তিনি বলেন, ‘আমি ঢাকায় এসেছি গত ১৩ এপ্রিল। আমাকে বলা হয়েছে, ফ্লাইট বাতিল হয়নি যেতে পারবেন। যে অফিস থেকে টিকেট নিয়েছি, তারা বলেছে- আপনার টিকিট ঠিক আছে, আপনি সৌদি এয়ারলাইনসে যান, সেখানে গিয়ে বিস্তারিত জানতে পারবেন।’

‘আমি অনেক কষ্ট করে সিএনজিচালিত অটোরিকশায় করে এসেছি। আমাদের দুই জনের আসতে খরচ হয়েছে প্রায় ১৫ হাজার টাকা। প্রায় দেড় মাস আগে ছুটিতে আমি দেশে এসেছিলাম, এখন সৌদিতে ফিরতে পারব কি না, তা নিয়ে শঙ্কায় আছি’, বলেন সৌরভ।

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমাদের জানানো হয়নি। এখান থেকে বলা হয়েছে যে, অপেক্ষা করেন সিদ্ধান্ত জানানো হবে। আমরা এখানে প্রায় দুই হাজারের মতো লোক আছি। আমাদের সঙ্গে এখনো কেউ কথা বলেনি। বলেছে যে- পরে জানানো হবে।’

Saudi workers.jpg
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ভেতর সৌদি এয়ারলাইনসের সামনে প্রবাসীদের বিক্ষোভ। ছবি: স্টার

চাঁদপুর থেকে আসা আরেক সৌদিপ্রবাসী বলেন, ‘আজ রাতে আমার ফ্লাইট ছিল। ভিসার মেয়াদ ৩০ এপ্রিল শেষ। আমার টিকিটের মেয়াদও আগামীকাল শেষ। আমি চাঁদপুর থেকে এসেছি পাঁচ হাজার টাকা খরচ করে। কোথায় যাব, কেউ নেই এখানে আমার।’

তিনি বলেন, ‘বিদেশ থেকে এসেছি চার মাস হলো। এর মধ্যে সাত লাখ টাকা ঋণ করতে হয়েছে। নির্ধারিত সময়ে সৌদিতে ফিরতে না পারলে, আমরা কী খাব, আমার দায়ভার নেবে কে?’

আজ দুপুরে সৌদি এয়ারলাইনসের ম্যানেজার (বুকিং অ্যান্ড সেলস) জাহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সৌদি এয়ারলাইনসের ফ্লাইট আগামীকাল রোববার থেকে চলবে। ১৪ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত যাদের টিকিট ছিল, তাদেরকে আজ নতুন করে টিকিট দেওয়া হবে। তবে, যাদের টিকিট ২০ এপ্রিলের পরের তারিখের, তাদের বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে।’

বাংলাদেশে থেকে মোট সাতটি আন্তর্জাতিক ফ্লাইট আজ শনিবার বাতিল করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৌদি আরবগামী পাঁচটি ফ্লাইট ও ফ্লাই দুবাইয়ের দুবাইগামী দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল আহসান।

সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে অবতরণ অনুমতি না পাওয়ায় বিমান ও যাত্রী স্বল্পতার কারণে ফ্লাই দুবাই ফ্লাইট বাতিল করেছে বলেও জানান তিনি।

আরও পড়ুন:

কাল থেকে চলবে সৌদি এয়ারলাইনসের ফ্লাইট

কারওয়ান বাজারে সড়ক আটকে সৌদিপ্রবাসীদের বিক্ষোভ

বিমানের বিশেষ ফ্লাইট বাতিল, সৌদিগামী অভিবাসীদের বিক্ষোভ

সৌদিগামী ৫টিসহ আজ ৭ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

Comments

The Daily Star  | English

Former DMP commissioner Asaduzzaman Mia arrested

Rapid Action Battalion has arrested former Dhaka Metropolitan Police (DMP) commissioner Asaduzzaman Mia from the capital's Mohakhali area

1h ago