লকডাউনের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট: ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক গ্রেপ্তার
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লকডাউন বিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে বান্দরবানে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোর তিনটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহাগ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত মো. জিহাদ (৩০) বান্দরবান শহরের স্টেডিয়াম এলাকার বাসিন্দা।
পুলিশ পরিদর্শক মো. সোহাগ রানা বলেন, 'ওই ব্যক্তি ওমর ফারুক জিহাদ নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে লকডাউন বিরোধী স্ট্যাটাসসহ বিভিন্ন সময় উস্কানিমূলক স্ট্যাটাস পোস্ট করেছে যা সরকারের ভাবমূর্তি নষ্ট করে।'
তিনি বলেন, 'জিহাদের বিরুদ্ধে পুলিশের উপপরিদর্শক আমিনুর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার পর ভোর তিনটার দিকে তার বাড়ি থেকে আমরা তাকে গ্রেপ্তার করি।'
Comments