করোনাভাইরাস

মৃত্যু ৩০ লাখ ছাড়ালো, আক্রান্ত ১৪ কোটি ৪ লাখ

জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের আজ সকাল সাড়ে ১০টার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ কোটি চার লাখ ৪৮ হাজার ৪৫৯ জন এবং মারা গেছেন ৩০ লাখ নয় হাজার ২৫ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন আট কোটি ৪৩ হাজার ৭৭৯ জন।
Corona_16Feb21.jpg
ছবি: রয়টার্স ফাইল ফটো

বিশ্বব্যাপী করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলছে। ইতোমধ্যে অনেক দেশ লকডাউনসহ কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। হঠাৎ করেই আবারও সংক্রমণ বেড়ে যাওয়ার অন্যতম কারণ বিশ্বব্যাপী করোনার কয়েকটি ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়া।

বিশ্বে ইতোমধ্যে মারা গেছেন প্রায় ৩০ লাখের বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন ১৪ কোটি চার লাখ। এ ছাড়া, সুস্থ হয়েছেন প্রায় আট কোটি মানুষ।

আজ রোববার সকালে জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের আজ সকাল সাড়ে ১০টার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ কোটি চার লাখ ৪৮ হাজার ৪৫৯ জন এবং মারা গেছেন ৩০ লাখ নয় হাজার ২৫ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন আট কোটি ৪৩ হাজার ৭৭৯ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি ১৬ লাখ ২৭ হাজার ৭০১ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৬৬ হাজার ৮৯৩ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন এক কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ১০৯ জন। মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন এক লাখ ৭৭ হাজার ১৫০ জন।

সংক্রমণের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন এক কোটি ৩৯ লাখ ৯১ জন, মারা গেছেন তিন লাখ ৭১ হাজার ৬৭৮ জন। সুস্থ হয়েছেন এক কোটি ২২ লাখ ১২ হাজার ৮৯০ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয়তে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দুই লাখ ১২ হাজার ২২৮ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২৩ লাখ চার হাজার ৯৬ জন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত সাত লাখ ১৫ হাজার ২৫২ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ১০ হাজার ২৮৩ জন। আর সুস্থ হয়েছেন ছয় লাখ আট হাজার ৮১৫ জন।

Comments

The Daily Star  | English
Normalcy returning to garment sector

Govt to update US on labour rights

Bangladesh will write to the US government about the improvement in working conditions and the steps it has taken to enhance labour rights, said a top government official today.

22m ago