যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বাবলু হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বাবলু হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ রোববার ভোররাত ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সরণিতে ছুরিকাহত হলে বাবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

নিহত বাবুলের ভগ্নিপতি শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, বাবলু স্টিলের ফার্নিচার মিস্ত্রির কাজ করতো। তার বাবা মৃত আবুল হোসেন। দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় নিজেদের বাড়িতে  থাকতেন। তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড় বাবলু অবিবাহিত ছিলেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল রানা ডেইলি স্টারকে বলেন, ‘এই ঘটনায় রতন (২৫) নামে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।’

মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Comments

The Daily Star  | English

Intense traffic grips Dhaka as polytechnic students block Satrasta Mor

Hundreds of students gathered in the intersection around 11:30am, said a traffic sergeant of the area.

1h ago