বার্সার অধিনায়ক হতে পারা বিশেষ কিছু: মেসি

প্রায় দুই বছরের শিরোপা খরার অবসান ঘটাল বার্সেলোনা। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি উঁচিয়ে ধরলেন কোপা দেল রের ট্রফি।
messi copa
ছবি: টুইটার

অ্যাথলেতিক বিলবাওকে উড়িয়ে প্রায় দুই বছরের শিরোপা খরার অবসান ঘটাল বার্সেলোনা। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি উঁচিয়ে ধরলেন কোপা দেল রের ট্রফি। দলের অধিনায়ক হিসেবে এই প্রতিযোগিতায় যা তার প্রথম শিরোপা। দারুণ অর্জনের প্রতিক্রিয়ায় তিনি বললেন, এই কাতালান ক্লাবের অধিনায়ক হতে পারার মোটেও সাধারণ কোনো অনুভূতি নয়।

শনিবার রাতে কোপা দেল রের ফাইনালে বিলবাওকে পাত্তাই দেয়নি রোনাল্ড কোমানের দল। সেভিয়াতে প্রতিযোগিতার সফলতম দুই দলের লড়াইয়ে তারা পায় ৪-০ গোলের বিশাল জয়। রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী ফরোয়ার্ড মেসি করেন জোড়া গোল। একবার করে লক্ষ্যভেদ করেন আঁতোয়ান গ্রিজমান ও ফ্রেঙ্কি ডি ইয়ং।

২০১৮-১৯ মৌসুমের স্প্যানিশ লা লিগার পর এটাই বার্সার প্রথম শিরোপা। অসাধারণ জয়ে গুরুত্বপূর্ণ অবদান ৩৩ বছর বয়সী মেসির। তাই ম্যাচশেষে বার্সা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তার উচ্ছ্বাস যেন বাঁধন মানছিল না, ‘এই ক্লাবের অধিনায়ক হতে পারা বিশেষ কিছু। এবারের কোপাও আমার জন্য বিশেষ। কারণ, আমি (অধিনায়ক হিসেবে) শিরোপা উঁচিয়ে ধরতে পেরেছি।’

অনেক দিন পর বার্সেলোনা শিরোপা জয়ের উৎসবে মাতলেও ভক্ত-সমর্থকরা সামনাসামনি তা দেখা থেকে বঞ্চিত হন। কারণ, করোনাভাইরাসের কারণে খেলা হয় দর্শকশূন্য স্টেডিয়ামে। এতে আক্ষেপ হয়েছে মেসির, ‘ভক্তদের সঙ্গে শিরোপা জয় উদযাপন করতে না পারার বিষয়টি দুঃখজনক। আমাদের বর্তমান পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এটা ভীষণ হতাশার। কোপা সবসসময়ই বিশেষ এবং এই শিরোপা জয়ে ভক্তরা খুবই আনন্দিত হয়। আর এই দুটি ক্লাব ফাইনালে খেলতে অভ্যস্ত এবং উপভোগও করে।’

কোপায় বার্সার নামের পাশে এখন রেকর্ড ৩১টি শিরোপা। বিলবাও ২৩টি ট্রফি নিয়ে ঠিক পরেই অবস্থান করছে। ফাইনালে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের ঘায়েল করার কৌশল নিয়ে মেসি জানান, ‘আমরা জানতাম বিলবাও এভাবেই খেলে; ৪-৪-২ ছকে খুব আঁটসাঁটভাবে। আমরা বল পায়ে অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি এবং নিজেদের জন্য জায়গা বানিয়েছি। প্রথমার্ধে আমরা অনেক দৌড়ে খেলেছি। আর আমার মনে হয়, দ্বিতীয়ার্ধে ওরা একটু ঝিমিয়ে পড়েছিল।’

বাজে শুরুর পর লা লিগার শিরোপার লড়াইয়ে ফিরেছে বার্সা। মেসিও শোনান সেরার মুকুট পুনরুদ্ধারে আশাবাদী হয়ে ওঠার কথা, ‘মৌসুমের প্রথম অংশে আমাদের শুরুটা বেশ কষ্টদায়ক ছিল। অযথাই আমরা কিছু পয়েন্ট হারিয়েছি। তবে ধীরে ধীরে আমরা শক্তিশালী হচ্ছি, ভালো খেলছি এবং আমরা এখন শিরোপার দৌড়ে আছি। দুর্ভাগ্যজনকভাবে সেদিন ক্লাসিকোতে আমরা ভালো একটা ফল আনতে পারিনি।’

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago