ঝুলিতে একটি ট্রফি আছে, এবার আরেকটির জন্য ছুটব: কোমান

কোপা দেল রের শিরোপা জেতার অনুভূতি কেমন? রোনাল্ড কোমান জবাবে বলেছেন, ‘চমৎকার।’
barca copa
ছবি: টুইটার

কোপা দেল রের শিরোপা জেতার অনুভূতি কেমন? রোনাল্ড কোমান জবাবে বলেছেন, ‘চমৎকার।’ বার্সেলোনার কোচ হিসেবে প্রথম ট্রফি জেতার পর ক্লাবটির ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানাতেও ভোলেননি তিনি। পাশাপাশি স্প্যানিশ লা লিগায় চ্যাম্পিয়ন হতে শেষতক চেষ্টা করার হুঙ্কার দিয়েছেন নেদারল্যান্ডসের সাবেক এই তারকা ফুটবলার।

শনিবার রাতে কোপাতে রেকর্ড ৩১তম শিরোপা জিতেছে বার্সা। সেভিয়াতে ফাইনালে তারা ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে অ্যাথলেতিক বিলবাওকে। এই জয়ে দীর্ঘ ৭২১ দিন পর কোনো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নিয়েছে কাতালানরা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে বার্সাপ্রেমীদের উদ্দেশ্যে কোমান বলেছেন, ‘বার্সেলোনার ভক্ত-সমর্থকদের জন্য এটি আনন্দের দিন। এই সাফল্য আমাদের প্রাপ্য ছিল।’

চলতি মৌসুমের শুরুতে বার্সার কোচের দায়িত্ব নেন কোমান। শুরুতে খাবি খেলেও ধীরে ধীরে দলকে গুছিয়ে নিতে শুরু করেছেন তিনি। শিরোপা জেতায় তার কণ্ঠে প্রকাশ পেয়েছে স্বস্তি ও তৃপ্তি, ‘এটা চমৎকার একটা অনুভূতি। ফাইনালে উঠতে অনেক কষ্ট করতে হয়েছে। বেশ কয়েকটা ম্যাচ অতিরিক্ত সময়ে গড়িয়েছিল। আমরা খুবই খুশি এবং এই মৌসুমে অন্তত একটি শিরোপা আমাদের প্রাপ্য ছিল। আমাদের ক্লাব যোগ্য দল হিসেবে জিতেছে।’

শিরোপাবিহীন ২০১৯-২০ মৌসুমের পর গত কয়েক মাসে অনেক বদল ঘটেছে ন্যু ক্যাম্পে। কোচের পাশাপাশি সভাপতিও পরিবর্তিত হয়েছে। নির্বাচনের মাধ্যমে জোসেপ মারিয়া বার্তোমেউয়ের স্থলাভিষিক্ত হয়েছেন হোয়ান লাপোর্তা। লুইস সুয়ারেজসহ অনেক তারকা খেলোয়াড়কে বিদায় করে তরুণ ফুটবলারদের মূল দলে জায়গা দেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে কোপার শিরোপা জয়কে ভীষণ গুরুত্বপূর্ণ মনে করছেন কোমান, ‘নানা পরিবর্তনের বছরে ক্লাবের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ শিরোপা। কোনো কিছু জেতার ব্যাপারে এই দলটার মধ্যে আস্থা রয়েছে। এবারের মৌসুমে আমরা দলে অনেক পরিবর্তন এনেছি। আর খেলোয়াড়রাও সেসবের উপরে বিশ্বাস রেখেছে।’

লিগ শিরোপার জন্য অ্যাতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের সঙ্গে লড়ছে বার্সা। কোমানের মতে, কোপার সাফল্য তাদেরকে আরও উজ্জীবিত করবে ২০১৯-২০ মৌসুমে স্পেনের সেরা ক্লাব হতে, ‘আমরা ক্ষুধার্ত। আমাদের ঝুলিতে যেহেতু একটি ট্রফি আছে, এখন আমরা আরেকটির জন্য ছুটব। আমরা লা লিগার শিরোপা জেতার জন্য শেষ দিন পর্যন্ত লড়াই করব।’

Comments

The Daily Star  | English

Metro rail launches Friday operations

Trains will leave Uttara North Station for Motijheel between 3:30pm and 9:00pm every Friday

24m ago