সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে মামুনুলকে গ্রেপ্তার করা হয়েছে: পুলিশ

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থানায় ২০২০ সালে ভাঙচুরের অভিযোগে দায়ের হওয়া মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশিদ।

আজ রোববার দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হারুন অর রশিদ এ কথা বলেন। তিনি আরও বলেন, মামুনুল হককে দীর্ঘদিন ধরেই নজরদারিতে রাখা হচ্ছিল। মোহাম্মদপুর থানায় ভাঙচুরের একটি মামলা ছিল। সেই মামলায় তিনি এজাহার নামীয় আসামি। তদন্তের তার বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। প্রমাণের ভিত্তিতে আজ দুপুর ১টার দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, বেশ কিছুদিন যাবৎ সারা বাংলাদেশে হেফাজতের আন্দোলন থেকে থানা ভাঙচুর করা হয়েছে। সেসব ঘটনায় মামলা হয়েছে। মামুনুল হক বক্তব্য দিয়ে উদ্বুদ্ধ করেছেন। পল্টন থানায় হামলা হয়েছে। পল্টন থানা ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় নাশকতার মামলা, ভাঙচুরের অভিযোগে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে। আগামীকাল মামুনুল হককে আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন

হেফাজত নেতা মামুনুল গ্রেপ্তার

২৬ মার্চের সহিংসতা: হেফাজত নেতা মামুনুল হকের নামে মামলা

বাবুনগরী-মামুনুলসহ হেফাজতের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের দাবি ঘাতক দালাল নির্মূল কমিটির

সোনারগাঁও থানায় মামলা: হেফাজতের ৪ নেতা গ্রেপ্তার

 

Comments

The Daily Star  | English

RMG export to USA grows 14% in FY25

Bangladesh shipped $7.54 billion worth of apparel to the US in the last fiscal year

27m ago