অবশেষে মঙ্গলে উড়তে যাচ্ছে নাসার হেলিকপ্টার
অবশেষে মঙ্গলগ্রহে উড়তে যাচ্ছে নাসার প্রথম হেলিকপ্টার ইনজেনুইটি। হেলিকপ্টারটি আগামী সোমবার ইস্টার্ন টাইম জোন (ইডিটি) অনুযায়ী ভোর সাড়ে তিনটায় উড়তে শুরু করতে পারে বলে স্পেস ডট কমকে জানিয়েছে নাসা।
এক বিবৃতিতে নাসা জানিয়েছে, ইনজেনুইটি আকাশে ওড়ার পর পৃথিবীতে তথ্য আসতে কয়েক ঘণ্টা সময় লাগবে। পুরো ঘটনাটি স্পেস ডট কম ও নাসা টিভিতে সকাল ৬টা ১৫ মিনিটে সরাসরি দেখা যাবে।
ঐতিহাসিক এই ফ্লাইটটির গত ১১ এপ্রিল যাত্রা শুরু করার কথা থাকলেও ৯ এপ্রিল প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর পর কিছুটা দেরি হয়ে যায়। ইনজেনুইটি বেশ কয়েকটি পরীক্ষায় সফল হয়েছে।
৮৫ ডলারে কেনা এই হেলিকপ্টারটি গত ১৮ ফেব্রুয়ারি মঙ্গলে পৌঁছে পারসিভারেন্স রোভারের উপরে অবস্থান করে। পরবর্তীতে এটি জেজেরো ক্রেটার নামের গহ্বরে নেমে আসে। ইনজেনুইটি আকারে বেশ ছোটই বলা হয়। এর উচ্চতা ১৯ ইঞ্চি, ওজন ১ দশমিক ৮ কেজি।
এর গায়ে এরিয়াল ছবি নেওয়ার জন্য একটি ক্যামেরা আছে। সোলারের মাধ্যমে এতে শক্তি সঞ্চয় করা হয়।
ইনজেনুইটি মারশিয়ান বিমানঘাঁটি থেকে যাত্রা শুরু করবে। এটি ৪০ সেকেন্ড ধরে আকাশে উড়বে। অবতরণের আগে এটি প্রায় ১০ ফুট পর্যন্ত উচ্চতায় উড়বে বলে আশা করা যাচ্ছে। একইসময়ে পারসিভারেন্স রোভার ১৬ ফুট দূরত্ব থেকে ফ্লাইটটিকে দেখাশোনা করবে এবং ক্যামেরায় এর কার্যক্রম ধারণ করবে।
পরবর্তীতে পারসিভারেন্স রোভার মঙ্গলগ্রহে প্রাচীন জীবনের অস্তিত্ব খুঁজবে ও ভবিষ্যৎ উদ্ধার কাজের জন্য নমুনা সংগ্রহ করবে।
Comments