বার্সাতেই থাকবেন মেসি, আশাবাদী গ্রিজমান

ছবি: সংগৃহীত

চুক্তির মেয়াদ অনুযায়ী আর আড়াই মাসের মতো বার্সেলোনার খেলোয়াড় লিওনেল মেসি। এরপর হয়তো নতুন কোনো দলে দেখা যেতে পারে তাকে। তবে শেষ পর্যন্ত সকল শঙ্কা কাটিয়ে বার্সেলোনাতেই থাকবেন এ আর্জেন্টাইন তারকা, এমন প্রত্যাশাই করছেন তার সতীর্থ আতোঁয়ান গ্রিজমান।

চলতি মৌসুমের শুরুতেই বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন মেসি। তখন অবশ্য ৭০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজের বাঁধায় তাকে আটকে রাখেন সাবেক ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। তবে নতুন সভাপতি হিসেবে হুয়ান লাপোর্তা জয়ী হওয়ায় মেসির বার্সাতে থাকার সম্ভাবনা জোরালো হয়েছে। আগের দিনও আশার কথা শুনিয়েছেন ক্লাব সভাপতি।

যদিও এখনও কোনো নতুন চুক্তির আভাস মিলেনি। আগেই জানিয়েছেন মৌসুম শেষ করেই নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববেন মেসি। আর ভবিষ্যৎটা কাতালান ক্লাবেই হবে বলে আশা করেন গ্রিজমান। লা'কিপকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, 'আমার মনে হয় সে (মেসি) এখানে সুখেই আছে। আমাদের দেখতে হবে শেষ পর্যন্ত কি হয়। এটা আমাদের হাতে নেই। সে নিজেই এর সিদ্ধান্ত নিবে। তবে আমরা খুবই গর্বিত এবং খুশি যে সে আমাদের সঙ্গেই আছে এবং আশা করছি সে এখানেই থাকবে।'

আগের কোপা দেল রে'র ফাইনালে অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে ৪-০ গোলের দারুণ জয় পেয়েছে বার্সেলোনা। ২০১৮-১৯ মৌসুমের স্প্যানিশ লা লিগার শিরোপা জয়ের পর প্রায় দুই বছর পর কোনো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নিল তারা। ম্যাচের ৬০তম মিনিটে গ্রিজমানের গোলেই জয়ের পথ সুগম হয় দলটির। এরপর ফ্রাঙ্কি ডি ইয়ং ও মেসির জোড়া গোলে জয় নিশ্চিত হয় তাদের।

আর তাতে প্রথমবারের মতো কোপা দেল রে জয়ের স্বাদ পেলেন গ্রিজমান। অথচ স্পেনে ফুটবল খেলছেন প্রায় এক যুগ হতে চলল। লা লিগাতেই খেলছেন ১০ বছর হয়। সবমিলিয়ে দারুণ খুশি গ্রিজমান, 'আমি খুবই গর্বিত এবং খুশি। আমি ১০ বছর হয় স্প্যানিশ লিগে খেলছি এবং কখনোই কোপা দেল রে জিততে পারিনি।'

'এটা ক্লাব এবং আমার জন্য স্বস্তি। আমি আসার পর থেকে অনেক উত্থান-পতন হয়েছে, কখনও নেতিবাচক মন্তব্য, কখনও অন্যায় হয়েছে, তবে আমি সর্বদা কাজ করে গিয়েছি। ফাইনালের এ ম্যাচে আমরা একে অপরকে জানতাম বলে দলের সঙ্গে খেলায় মনোনিবেশ করেছিলাম।' - যোগ করেন গ্রিজমান।

Comments

The Daily Star  | English

India committed to improving ties with China, Modi tells Xi

Modi was speaking to Xi on the sidelines of the summit of the Shanghai Cooperation Organisation regional security bloc.

2h ago