আফগানিস্তানে মসজিদে গুলি চালিয়ে একই পরিবারের ৮ জনকে হত্যা
আফগানিস্তানের পূর্ব অঞ্চলে নাঙ্গারহার প্রদেশের একটি মসজিদে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে একই পরিবারের আট সদস্য নিহত হয়েছেন।
আল জাজিরা জানায়, শনিবার রাতে নাঙ্গারহার প্রদেশের জালালাবাদ শহরে এ ঘটনা ঘটে। জমি নিয়ে বিরোধের সূত্র ধরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন প্রদেশটির গভর্নর জিয়াউলহক আমারখিল।
গুলিবর্ষণে পাঁচ ভাই ও তাদের তিন চাচাতো নিহত হয়েছেন।
আমারখিল আল জাজিরাকে বলেন, রমজানের তারাবির নামাজের সময় এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। এটি একটি ‘টার্গেটেড হামলা’। প্রাথমিক তথ্য থেকে জমির বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত বছর এপ্রিলে একই প্রদেশে জমি নিয়ে বিরোধে সশস্ত্র সংঘর্ষে ছয় উপজাতি সদস্য নিহত ও ২০ জন আহত হয়েছিলেন।
নাঙ্গারহার প্রদেশ তালেবান ও আইএসের ‘শক্ত ঘাঁটি’ হিসেবে পরিচিত। এ অঞ্চলটিতে সমতল ভূমি আছে। তাই আফগানিস্তানের কৃষিখাতের জন্য এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Comments