ঈশ্বরদীতে ট্রাক উল্টে নিহত ৩, আহত ৬
পাবনার ঈশ্বরদী উপজেলার চরগড়গড়ী আলহাজ্ব মোড় এলাকায় গতকাল রোববার রাতে কলা বোঝাই ট্রাক উল্টে তিন কলা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ছয় জন আহত হয়েছেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের চরগড়গড়ী আলহাজ্ব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।’
এ দুর্ঘটনায় মারা গেছেন ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের দাদাপুর গ্রামের জুব্বার প্রামাণিক, মতিয়ার শাহ ও জয়পুরহাটের শুকুর আলী।
ঘটনায় নিহত ও আহতরা সবাই ট্রাকে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ওসি বলেন, ‘লক্ষীকুন্ডার হুদিপাড়া থেকে কলা বোঝাই ট্রাকটি নিয়ে কলা ব্যবসায়ীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। চরগড়গড়ী আলহাজ্ব মোড় এলাকায় পৌঁছে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা শ্রমিক ও ব্যাপারীরা চাপা পড়েন।’
তিনি আরও বলেন, ‘এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও ছয় জন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
পুলিশ ট্রাকটি আটক করেছে বলেও জানান তিনি।
Comments