হাসপাতালে মুরালিধরন, হৃদযন্ত্রে বসানো হলো ‘স্টেন্ট’
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরণ। হুট করে অসুস্থ বোধ করায় তাকে ভর্তি করা হয়েছে চেন্নাইর একটি হাসপাতালে।
সানরাইজার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারির হৃদযন্ত্রে ব্লক ধরা পড়েছে। জরুরিভিত্তিতে তাই সেখানে ‘স্টেন্ট’ বসানো হয়েছে।
ফ্রেঞ্চাইজিটির সিইও শানমুগানাথান ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে জানান, মুরালি আইপিএলে আসার আগেই হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন, ‘আইপিএলে আসার আগে শ্রীলঙ্কায় উনার চিকিৎসক হৃদযন্ত্রে ব্লক দেখতে পান। চেন্নাইতে অ্যাপোলো হাসপাতালে প্রথমে তাকে জানানো হয়েছিল স্টেন্ট বসানোর দরকার নেই, অ্যানজিওপ্লাস্ট করলেই চলবে। কিন্তু পরে স্টেন্ট বসানোর সিদ্ধান্ত হয়েছে’
শনিবার চেন্নাইর চিপক স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে সানরাইজার্সের ম্যাচের সময় মাঠে ছিলেন ৪৯ বছর বয়েসী এই কিংবদন্তি। তবে আপাতত তাকে থাকতে হচ্ছে কাজের বাইরে। হৃদযন্ত্রে স্টেন্ট বসানোর পর মুরালি সুস্থ আছেন বলে জানিয়েছে সানরাইজার্স কর্তৃপক্ষ।
Comments