হরতালে নাশকতা: নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ৩
হেফাজতে ইসলামের হরতালে সহিংসতা ও নাশকতার মামলায় নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামের আমির মাঈনুদ্দিন আহমেদসহ (৭৫) তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে সদর উপজেলার হাজীগঞ্জ এলাকার তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অপর দুজন হলেন- বিএনপি কর্মী জনি ও হেফাজত কর্মী আসলাম ইসলাম।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
ওসি বলেন, ‘সোমবার ভোর রাতে হাজীগঞ্জ এলাকার নিজ বাড়ি থেকে তিন জনকে আটক করা হয়। মামলার এজাহারে তাদের নাম না থাকলেও, ২৮ মার্চ হরতালে নাশকতা ও সহিংসতায় তাদের সংশ্লিষ্টতারা প্রমাণ আছে।’
‘সিদ্ধিরগঞ্জ থানায় পুলিশের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে’, বলেন তিনি।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, তাদের রিমান্ড আবেদনের শুনানি আজ হয়নি।
২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে নাশকতা ও সহিংসতার ঘটনায় পুলিশ ও র্যাব সিদ্ধিরগঞ্জ থানায় ছয়টি মামলা করে। দুই দিন পর দুই ব্যক্তি বাদী হয়ে আরও দুটি মামলা করেন। এসব মামলায় এখন পর্যন্ত ৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Comments