নুরের বিরুদ্ধে সিলেটেও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে সিলেটে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
আজ সোমবার বিকেলে সিলেট কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য কিশোর জাহান সৌরভ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আবু ফরহাদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সম্প্রতি ফেসবুক লাইভে দেওয়া তার একটি বক্তব্যে সংক্ষুব্ধ হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলাটি দায়ের করা হয়েছে। আমরা অভিযোগ তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।’
মামলার বাদী কিশোর জাহান সৌরভ বলেন, ‘নুর ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের কেউ প্রকৃত মুসলমান না এবং প্রকৃত মুসলমানেরা আওয়ামী লীগ করতে পারেন না- এমন মন্তব্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। এ ধরনের উসকানিমূলক ও বিভ্রান্তিমূলক বক্তব্য সমাজে বিদ্বেষ ছড়ায়। তাই তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছি।’
গত ১৪ এপ্রিল নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে নুর ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যের পাশাপাশি আওয়ামী লীগের কেউ প্রকৃত মুসলমান না এবং প্রকৃত মুসলমানরা আওয়ামী লীগ করতে পারেন না বলে মন্তব্য করেন।
Comments