ব্যাংক কর্মীর করোনায় মৃত্যুর ক্ষতিপূরণ ২৫ থেকে ৫০ লাখ টাকা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কেউ মারা গেলে তাদের পরিবারকে ২৫ লাখ থেকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আজ বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে ক্ষতিপূরণের বিষয়টি জানানো হয়।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কেউ মারা গেলে তাদের পরিবারকে ২৫ লাখ থেকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আজ বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে ক্ষতিপূরণের বিষয়টি জানানো হয়।

বাংলাদেশ ব্যাংক বলেছে, ব্যাংকের প্রথম শ্রেণীর কর্মকর্তা, সিনিয়র অফিসার, প্রবেশনারী অফিসার, ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার বা সমমান থেকে এর উপরের কর্মকর্তাদের ক্ষেত্রে ৫০ লাখ টাকা, ট্রেইনি অ্যাসিসটেন্ট অফিসার থেকে ধাপ-১ এর আগ পর্যন্ত কর্মকর্তাদের ক্ষেত্রে ৩৭ লাখ ৫০ হাজার টাকা এবং এর নিচে যে কোনো প্রক্রিয়ায় নিয়োগকৃত স্টাফ ও সাব-স্টাফদের ক্ষেত্রে ক্ষতিপূরণ ২৫ লাখ টাকা।

এতে আরও বলা হয়, ট্রেইনি অ্যাসিসটেন্ট অফিসার থেকে ধাপ-১ এর আগ পর্যন্ত কর্মকর্তাদের ক্ষেত্রে মৃত ব্যক্তির অন্য দায়-দেনার সঙ্গে ক্ষতিপূরণের টাকা সমন্বয় করা যাবে না।

করোনায় ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের অনাকাঙ্ক্ষিত মৃত্যু হলে সংশ্লিষ্ট ব্যাংক প্রচলিত নিয়ম অনুসরণ করে মৃতের স্ত্রী, স্বামী, সন্তান এবং অবিবাহিতদের ক্ষেত্রে বাবা-মা ক্ষতিপূরণের অর্থ পাবেন বলে সার্কুলারে জানানো হয়েছে।

২০২০ সালের ২৯ মার্চ থেকে এ আদেশ কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

Comments

The Daily Star  | English

Dengue: 5 die, 534 hospitalised today

Among the fatalities, two were reported in Dhaka city, two in Chattogram division, and one in Khulna division.

24m ago