করোনা আক্রান্ত নায়ক আলমগীর হাসপাতালে
করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বরেণ্য অভিনেতা আলমগীর।
দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর।
নায়ক আলমগীরের স্ত্রী বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক স্ট্যাটাসে লিখেছেন, আলমগীর সাহেব করোনা পজিটিভ। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তিনি ভালো আছেন।
তার সম্পূর্ণ সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন রুনা লায়লা।
গত ১৪ এপ্রিল রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েছেন তারকা দম্পতি আলমগীর ও রুনা লায়লা।
Comments