চৌদ্দগ্রামে কন্টেইনারবাহী ট্রেইলার-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
কুমিল্লার চৌদ্দগ্রামে কন্টেইনারবাহী ট্রেইলারের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরও ১৫ জন।
আজ মঙ্গলবার সকালে কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম মিয়া বাজার হাইওয়ে থানার উপপরিদর্শক মো. আইয়ুব আলী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ঢাকামুখী একটি ট্রেইলার থেমে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে ট্রাকটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এ সময় ট্রেইলারের চালক, ট্রাকের হেলপার ও রাস্তায় একটি মোটরসাইকেলের আরোহীসহ মোট তিন জন নিহত হন।’
তিনি আরও বলেন, ‘এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের মধ্যে সাত জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
নিহতরা হলেন- ট্রেইলার চালক পেয়ার আহম্মেদ (৩৭), ট্রাকের হেলপার আলমগীর হোসেন (৩৫) ও মোটরসাইকেল চালক রাসেল (৩৮)।
আহতদের মধ্যে সহিদ (৪০), রাজন (৫০), রেদোয়ান (৫৫), মামুন (৩৫), রাজিব (৩০), জামাল (৫০) ও শাহাদাত (২১) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
উপপরিদর্শক মো. আইয়ুব আলী জানান, মিয়া বাজার হাইওয়ে পুলিশ তিন জনের মরদেহ, ট্রেইলার ও ট্রাক উদ্ধার করেছে।
ঘটনাস্থলে যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ ব্যবস্থা নিয়েছে বলেও যোগ করেন তিনি।
Comments