পেস দিয়ে বাংলাদেশকে কাবু করার পরিকল্পনা শ্রীলঙ্কার

মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনেও অকপটে পেস বান্ধব উইকেটের প্রত্যাশা জানালেন স্বাগতিক অধিনায়ক করুনারত্নে
Sri Lanka's captain Dimuth Karunaratne
ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট

টেস্টে বাংলাদেশের বোলিংয়ে যা শক্তি তা স্পিন আক্রমণেই। এমনটাই বুঝে নিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশের ব্যাটসম্যানরাও পেসের বিপক্ষে থাকেন অস্বস্তিতে। সেইসঙ্গে নিজেদের পেসারদের উপর আস্থা মিলিয়ে গতি দিয়ে মুমিনুল হকদের পরাস্ত করার কৌশল ঠিক করেছেন দিমুথ করুনারত্নে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে দারুণ বল করেন লঙ্কান পেসাররা। সুরাঙ্গা লাকমাল হন সিরিজ সেরা। বিশ্ব ফার্নেন্দোর স্যুয়িং, দুশমন্ত চামিরার গতি ছিল দেখার মতো। বাংলাদেশের বিপক্ষে সিরিজে ছুটিতে থাকায় নেই চামিরা।

তবে তার অভাব পূরণ করতে আছেন লাহিরু কুমারা, দিলশান মাধুশানাকা, আসিতা ফার্নেন্দোরা। পাঁচ পেসারের বিপরীতে পুরো স্কোয়াডে বিশেষজ্ঞ স্পিনার মাত্র দুজন। 

মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনেও অকপটে পেস বান্ধব উইকেটের প্রত্যাশা জানালেন স্বাগতিক অধিনায়ক করুনারত্নে, ‘আমরা পেস বান্ধব উইকেট চাইব। কারণ বাংলাদেশের কিছু ভালো স্পিনার আছে। আর আমরা গত কয়েকমাসে পেস বান্ধব উইকেটে খেলেছি, আমাদের পেসাররাও তৈরি আছে।’

এই সিরিজে বাংলাদেশ স্কোয়াডে নেই সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান। তবে বাকি যারা আছেন তাদের নিয়েও সতর্ক শ্রীলঙ্কা। করুনাতরত্নে মনে করেন নিজেদের দিনে আরও কয়েকজন ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন, ‘আমি কোন নাম নিব না। বাংলাদেশ পুরো দল হিসেবেই ভাল খেলতে পারে। তাদের তামিম, মুশফিকের মতো ক্রিকেটার আছে যারা অনেক অভিজ্ঞ। এছাড়াও তরুণরা আছে,  আমার মনে হয় নিজেদের দিনে তারা খেলাটা বদলে দিতে পারে।’

বুধবার (২১ এপ্রিল)  বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় পালেকেল্লেতে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্ট। উইকেটে বেশ খানিকটা ঘাস থাকায় বাংলাদেশ একাদশেও পেসারদের আধিক্য থাকবে বলে আভাস দেন অধিনায়ক মুমিনুল হক।

Comments

The Daily Star  | English

‘Humanity must prevail’

Says UN as Israeli offensive in Gaza enters 12th month; Israeli attacks kill 61 in Gaza in 48 hours

58m ago