নারায়ণগঞ্জ জেলা হেফাজত সেক্রেটারি ও মহানগর জামায়াতের আমির রিমান্ডে
হেফাজতে ইসলামের হরতালে সহিংসতা ও নাশকতার মামলায় গ্রেপ্তার নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সেক্রেটারি বশির উল্লাহ ও মহানগর জামায়াতে ইসলামের আমির মাঈনুদ্দিন আহমেদের প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে আলাদাভাবে আদালতে হাজির করা হলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিন তাদের রিমান্ড মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সিদ্ধিরগঞ্জ থানার মামলায় বশির উল্লাহ ও মাঈনুদ্দিন আহমেদের আলাদাভাবে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
এর আগে, গত ১৩ এপ্রিল রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় লন্ডন মার্কেট এলাকার নির্মাণাধীন বাড়ি থেকে মুফতি বশির উল্লাহকে আটক করে পুলিশ। তাকে সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত পাঁচ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
অপরদিকে, গত ১৮ এপ্রিল সোমবার ভোরে সদর নারায়ণগঞ্জ উপজেলার হাজীগঞ্জ এলাকার নিজ বাড়ি থেকে মাওলানা মঈনুদ্দিন আহমেদকে আটক করে পুলিশ। তাকে সিদ্ধিরগঞ্জ থানার দায়েরকৃত একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে নাশকতা ও সহিংসতার ঘটনায় পুলিশ ও র্যাব সিদ্ধিরগঞ্জ থানায় ছয়টি মামলা করে। দুই দিন পর দুই ব্যক্তি বাদী হয়ে আরও দুটি মামলা করেন। এসব মামলায় এখন পর্যন্ত ৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Comments